হাওজা নিউজ এজেন্সি: নারীর মর্যাদা ও পর্দা প্রসঙ্গে ইমাম জাফর সাদিক (আ.)-এর বর্ণিত একটি মূল্যবান হাদীসে নারীর বাহ্যিক আচরণ ও পোশাকের মাধ্যমে (পরপুরুষের) দৃষ্টি আকর্ষণের বিষয়টি স্পষ্টভাবে নিরুৎসাহিত করা হয়েছে।
তিনি (আ.) বলেছেন,
لا یَنبَغِی لِلْمَرأَةِ أَنْ تُجَمِّرَ ثَوْبَهَا إِذا خَرَجَتْ مِنْ بَیْتِهَا
একজন মুসলিম নারীর উচিত নয় যে, যখন সে ঘর থেকে বের হয়, তখন এমনভাবে পোশাক পরিধান করুক বা সুগন্ধি ব্যবহার করুক, যা অন্যের দৃষ্টি আকর্ষণের কারণ হয়।
[উসূলে কাফি, খণ্ড ৫, পৃষ্ঠা ৫১৯]
ইসলামী নির্দেশনা অনুযায়ী, নারীর প্রকৃত সৌন্দর্য আত্মমর্যাদা, পর্দা ও নম্রতার মাঝে নিহিত। সমাজে নারীর অবস্থান ও সম্মান নিশ্চিত করতে হলে বাহ্যিক আকর্ষণ নয়, বরং আত্মিক উৎকর্ষ ও চারিত্রিক সৌন্দর্যকে গুরুত্ব দিতে হবে। ইমাম সাদিক (আ.)-এর এ নির্দেশনা কেবল নারীর ব্যক্তিগত জীবনের জন্যই নয়, বরং একটি সুস্থ ও শালীন সমাজ গঠনের পথনির্দেশও বটে।
আপনার কমেন্ট